অনাদি কালের হৃদয়–উৎস হতে, একটি আবৃত্তির আসরের নাম। আবৃত্তিশিল্পের শুদ্ধ চর্চার প্রসারের লক্ষ্যে এর যাত্রা শুরু হয়েছে। এতে রয়েছে আবৃত্তিশিল্পের সাথে সংশ্লিষ্ট কয়েকজন আবৃত্তিশিল্পী ও আবৃত্তির শিক্ষক। দেশের আবৃত্তিশিল্পীদের নিয়ে নিয়মিত চর্চার উদ্দেশ্যে এই আবৃত্তির আসরের আয়োজন।
বিগত চারটি পর্ব ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এবারের আসরের পঞ্চম পর্বটি অনুষ্ঠিত হবে আজ শনিবার সন্ধ্যে ছয়টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে। এতে ঢাকা ও চট্টগ্রামের আবৃত্তিশিল্পীরা একক আবৃত্তি পরিবেশনা করবেন।
আবৃত্তিশিল্পীরা হলেন– সনজীব বড়ুয়া, আয়েশা হক শিমু, সোহেল আনোয়ার, আঁখি মজুমদার, সুমী সেনগুপ্তা, গৌতম চৌধুরী, সুপ্রিয়া চৌধুরী, উমেসিং মারমা, ইকবাল হোসেন জুয়েল, সৈয়দ ফয়সল আহমদ, নীলা হাসান, তাজুল ইসলাম, পূজয়িতা দত্ত, বর্ষা চৌধুরী, রূপশ্রী সেন গুপ্তা, সঞ্জয় ধর, সুজয় দে, খন্দকার হাবিবা হুদা, হাসান সালেহ্ জয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনাদি কালের হৃদয়–উৎস হতে, কোনো সংগঠন নয়। এই উদ্যোগের লক্ষ্য শুধুমাত্র আবৃত্তিশিল্পীদের শুদ্ধ চর্চাকে উৎসাহিত করা। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। প্রেস বিজ্ঞপ্তি।