আনোয়ারার উপজেলার শিলাইগড়া গ্রামের বাসিন্দা বরেণ্য শিক্ষাবিদ মাস্টার মো. আবদুল মোতালেবর আজ ৪১তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ শুক্রবার স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রামে অবস্থিত মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন, শিক্ষা ও সমাজে তাঁর অবদান স্মরণ করা হবে। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের পক্ষ থেকে শিক্ষানুরাগী, প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীসহ সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।












