’৬০ দশকের ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মুরিদুল আলমের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে তাঁর গ্রামের বাড়িতে খতমে কোরআন ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, শহীদ মুরিদুল আলম ১৯৬০–৬১ সালে চট্টগ্রাম কলেজের নির্বাচিত জিএস ছিলেন।
মুরিদুল আলম মুক্তিযুদ্ধের একেবারে গোড়ার দিকে আনোয়ারার বরুমচড়ায় গেয়ে একটি মুক্তিযোদ্ধা গ্রুপ গঠন করে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু করেন। পরে তিনি তাঁর বাড়িতে চলে যান এবং সেখানে শাহজাহান ইসলামাবাদীর সঙ্গে মিলিতভাবে দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম মুক্তিযোদ্ধা গ্রুপ ও মুক্ত এলাকা গঠন করে যুদ্ধ চালিয়ে যান। প্রেস বিজ্ঞপ্তি।












