লেখিকা, সমাজসেবক, রোটারিয়ান জেসমিন খানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৪ ফেব্রুয়ারি মোমিন রোডস্থ জে.এম. প্যারাডাইস টাওয়ারে এবং শাহ্ আমানত দরগাহ্ সংলগ্ন গাউছিয়া তৈয়্যবীয়া হেফজখানা ও শাহ্্ আমানত (রহ.) এতিমখানায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে। মরহুমের স্বামী ড্রাইডকের প্রাক্তন এম.ডি মোসলেম খান, ছেলে ইঞ্জিনিয়ার মিকাইল ইমতিয়াজ খান ও মেয়ে মাহজাবিন ফারিয়া খান সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।