পাথরঘাটাস্থ রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে নবনির্মিত মন্দিরের দ্বারোদঘাটন ও ১২ দিনব্যাপী মহোৎসব আজ শুরু হচ্ছে। মহোৎসব পরিবেশনায় থাকবেন রাধা বল্লভ শাস্ত্রী মহারাজ। মহোৎসবে প্রতিদিন সকাল ১১ টায় ভাগবতের মূল শ্লোক ও বিকাল ৪টায় ভাগবত শ্লোকের মাহত্ম কথামৃত আস্বাদন।
গতকাল বুধবার মন্দিরের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শ্রীল শ্যামানন্দ দাস (শ্যামল সাধু) মোহন্ত মহারাজ ভক্তদের সাথে চূড়ান্ত পূর্ব প্রস্ততি নিয়ে আলোচনায় অংশ নেন। প্রস্তুতি সভায় বক্তব্য দেন, বলরাম জী, রুহী দাস মহারাজ, নিমাই দাস, রাধা দাসী, রঘুনাথ, সীতানাথ দাস রাধেশ্যাম। সভার কার্যক্রম পরিচালনা করেন দেবব্রত নাথ জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি।