আজ রাজনীতিবিদ নুরুল আবছার চৌধুরীর ২৮তম মৃত্যুবাষির্কী

| বুধবার , ২৭ জুলাই, ২০২২ at ৪:৫৭ পূর্বাহ্ণ

রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী নুরুল আবছার চৌধুরীর ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষ্যে আনোয়োরার শিলাইগড়ায় মরহুমের কবর জেয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, নুরুল আবছার চৌধুরী তদানীন্তন পাকিস্তান আমলে জাতীয় ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ৬২’র শিক্ষা কমিশন রির্পোট বাতিল আন্দোলন, ৬৪’র সর্বজনীন ভোটাধিকার আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থানে অংশ নেন। ৭১’র মহান মুক্তিযুদ্ধে ভূমিকা রাখেন।
তাছাড়া নুরুল আবছার চৌধুরী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপদেষ্টা, আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, ডায়াবেটিক সমিতি, মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্যসহ বিভিন্ন সেবামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিমা আচার্য
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা