আজ মুজাফরাবাদ গণহত্যা দিবস

| শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার মুজাফরাবাদ গ্রামে ১৯৭১ সালের ৩ মে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের আক্রমণে তিন শতাধিক নিরীহ তাজা প্রাণ ঝরে যায়। আজ তাদের মহান আত্মত্যাগ স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও মুজাফরাবাদ সমন্বয় সংগঠন ও বধ্যভূমি সংরক্ষণ পরিষদের আয়োজনে এবং পটিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় শ্রাদ্ধানুষ্ঠান, গার্ড অব অনার, শহীদ স্মৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, স্মরণসভা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি পালিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৮ মে থেকে শুরু হচ্ছে সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় গাড়ির ধাক্কায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন পথচারীর