আজ মুক্ত হচ্ছেন বাবর

| বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৯:১৬ পূর্বাহ্ণ

আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার মুক্তিতে এখন আর বাধা নেই। এছাড়া এই মামলায় আরও চারজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ পাঁচজনের সাজা কমানো হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। লুৎফুজ্জামান বাবরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পাবেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আমাদেরকে আরো ত্যাগ-কুরবানি করতে হবে
পরবর্তী নিবন্ধচবিতে ৪ দিনের প্রতীকী জাতিসংঘ সম্মেলন শুরু