আজ মিউনিখ যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে জেলেনস্কির সঙ্গেও

| বৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৯ পূর্বাহ্ণ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার সকালে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সম্মেলনের ফাঁকে তার দ্বিপাক্ষিক বৈঠক হবে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও। দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মিউনিখ সফরের বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবে পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধচবি মাইক্রোবায়োলজি বিভাগের রজতজয়ন্তী উৎসব কাল