আজ মাঠে গড়াচ্ছে আবুধাবি টি টেন লিগ

প্রথম দিনে বাংলা টাইগার্স এর প্রতিপক্ষ টিম আবুধাবি

আবুধাবী থেকে ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৯ নভেম্বর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টেন ক্রিকেটের আরো একটি আসর বসতে যাচ্ছে মরুর শহর আবুধাবিতে। এটি টুর্নামেন্টের পঞ্চম আসর। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশের দল বাংলা টাইগার্স। মূলত এটি চট্টগ্রামেরই দল। কারণ টিম টার মালিক ইয়াছিন চৌধুরী চট্টগ্রামের মানুষ। এবারে টুর্ণামেন্টে ৬ টি দল অংশ নিচ্ছে । দলগুলো গ্রুপ পর্বে একে অপরের বিপক্ষে দুবার করে মুখোমুখি হবে । গ্রুপ পর্ব শেষে প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে । এরপর তৃতীয় স্থান নির্ধারণী এবং সবশেষ ফাইনাল। টুর্ণামেন্টে মোট ১৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি ক্রিকেটের পর আবুধাবি টি টেন ক্রিকেট টুর্নামেন্ট এখন বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। বিশ্বের নামিদামি সব তারকা ক্রিকেটার অংশ নেয় এই টুর্নামেন্টে। বলা যায় ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে টি টেন ক্রিকেট যেন বিনোদনের এক পরিপূর্ণ প্যাকেজ। যেখানে বিশ্বের সব সেরা ক্রিকেটারদের মেলা বসে। ভারত ছাড়া বিশ্বের সব দেশের তারকা ক্রিকেটার অংশ নেয় এই টুর্নামেন্টে। বলা যায় আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত ক্রিকেটারের মেলা বসবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
এদিকে টুর্নামেন্ট আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ক্রিকেট আবুধাবি। গতকাল শেখ জায়েদ স্টেডিয়ামের পাশের দুটি ক্রিকেট প্রাউন্ডে চলছিল প্র্যাকটিস ম্যাচ। আর মূল মাঠে প্রস্তুতি চলছিল একেবারে শেষ পর্যায়ে। কয়দিন আগেই সংযুক্ত আরব আমিরাতে শেষ হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব আসর। তাই আরব আমিরাতের তিনটি ভেন্যুর মধ্যে সবচাইতে আকর্ষণীয় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম যেন পুরোপুরি প্রস্তুত টি টেন লিগ আয়োজন করতে। আজ থেকে তাই মরুর বুকে উঠবে চার-ছক্কার ঝড়।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম
পরবর্তী নিবন্ধমুজিববর্ষ সিজেকেএস ১ম বিভাগ হকি লিগ কাল শুরু