আজ মাঘ-পার্বণ

| শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি-৮২’র আয়োজনে আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় সংগঠনের রহমতগঞ্জস্থ কার্যালয়ে মাঘ-পার্বণ উৎসব অনুষ্ঠিত হবে। ‘জেঁকে বসা ওই মাঘের শীতে/চলোনা কাটাই কিছুটা সময়/আড্ডা-কবিতা-গীতে….’ শীর্ষক এই আনন্দ-অনুষ্ঠানে কবিতা পাঠ করবেন আবু মুসা চৌধুরী, ছন্দা হোড়, মোহাম্মদ ইউনুস, মইনুল জোসেফ প্রমুখ। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন কাবেরী সেনগুপ্ত। সজল গাইবেন শাহজাহান খান। এই আনন্দ-সন্ধ্যায় সদস্যদের উপস্থিত থাকার জন্যে সংগঠনের সভাপতি জসীম উদ্দীন মাহমুদ ও সদস্য সচিব সুরজিৎ বড়ুয়া বিশেষ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিথিলা চৌধুরীর পিএইচডি ডিগ্রি অর্জন
পরবর্তী নিবন্ধশওকত হাফিজ খান রুশ্নি স্মরণে সভা