হে পিতা আজ তোমার জন্মদিন, তোমাকে পিতা বলেই ডাকি…যতদিন এই বদ্বীপ থাকবে। জনারণ্য থাকবে তুমিই পিতা-
তোমার জন্ম না হলে -হতো না বাঙালি জাতির উত্থান- হতো না জনারণ্য রমনা রেসকোর্সে..৭মার্চ হতো না এই তর্জনী সেই বজ্রকন্ঠ কিছুই হতো না- উন্মাতাল জনগণ ঝাঁপিয়ে পড়তোনা স্বাধীনতা সংগ্রামে…দিশেহারা বাঙালি রয়ে যেতো পরাধীন-বিজাতি ভাষায় দেশের গান গাইতো…হতো না প্রভাত ফেরী-আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..
কেউ গাইতোনা…”আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি”। হে পিতা তুমি এনে দিয়েছিলে স্বাধীনতার লাল গোলাপ -আজ তোমার জন্মদিনে তাই হাজারো গোলাপ তোমার জন্য..