আজ মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রা.) এর ওরশে আশরাফী

| বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

মাহবুবে ইয়াজদানী গাউসুল আলম আউহাদুদ্দীন মীর সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রা.) এর ৬৩৯ তম ওরশে আশরাফী হালিশহর বি ব্লকস্থ মাদ্রাসা আশরাফীয়া হানাফিয়া ওসমানীয়া সুন্নিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছেবাদে আছর হতে খতমে কুরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি, ফাতেহা ও তাবাররুক বিতরণ। এতে বরেণ্য ওলামা মশায়েখগণ উপস্থিত থাকবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আলম তালুকদার
পরবর্তী নিবন্ধআজ ইতিহাসবিদ ড. আবদুল করিমের ১৮তম মৃত্যুবার্ষিকী