আজ ভাষাসৈনিক বদিউল আলম চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী

| বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১১:১৭ পূর্বাহ্ণ

ভাষা সৈনিক ও রাজনীতিবিদ বদিউল আলম চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে ভাষাসৈনিক বদিউল আলম চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে মরহুমের কাট্টলীস্থ দারুছ সালাম জামে মসজিদে সকাল ১০ টায় খতমে কোরআন, মিলাদ, দোয়া ও মোনাজাত এবং বিভিন্ন এতিমখানায় তবারুক বিতরণ করা হবে। বিকাল ৫ টায় ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের ল্যাবরেটেরি হলে স্মরণসভার আয়োজন করা হয়েছে। স্মরণ সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। প্রধান বক্তা থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। স্মরণ সভায় মরহুমের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন গণ্যমান্য ব্যক্তিবর্গকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ট্রাস্টের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, বদিউল আলম চৌধুরী ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি তমুদ্দন মজলিসের প্রবীণ সদস্য ছিলেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচনে তৎকালীন সরকারের বিরুদ্ধে জনমত গড়ে যুক্তফ্রন্টকে বিজয়ী করার পেছনে তাঁর অবদান ছিল অতুলনীয়। তিনি খেলাফতে রব্বানী পার্টি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ডেমোক্রেটিক ওয়ার্কাস ফ্রন্টের সক্রিয় কর্মী, ১৯৭৬ সালে ইসলামী ডেমোক্রেটিক লীগ বৃহত্তর চট্টগ্রামের সিনিয়র সহসভাপতি এবং মহানগর শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি জমিয়তুল ফালাহ কমপ্লেক্সের প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন। এছাড়াও যুক্ত ছিলেনমুসলিম এডুকেশন সোসাইটি, কুখ্যাত সেটানিক ভার্সেস প্রতিরোধ কমিটি, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন পরিষদ, চট্টগ্রাম সন্ত্রাস প্রতিরোধ কমিটি, হযরত মঈনুদ্দীন শাহ (রহ.) মাদ্রাসার সাধারণ সম্পাদক ও সহসভাপতি, বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ ও মসজিদের কার্যকরী কমিটির সদস্য, কাট্টলী জাকেরুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ট্রেজারার, জাতীয় চাঁদ দেখা কমিটি, ঈদ জামাত কমিটির সদস্য ছিলেন। তিনি উত্তর কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, সেন্ট প্ল্যাসিড্‌স হাই স্কুল, কাট্টলী নূরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমিদার ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডার গার্ডেনের সাথেও যুক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ আটক ৩
পরবর্তী নিবন্ধটিএইচই তালিকায় চুয়েট, চবিসহ দেশের ১৭ বিশ্ববিদ্যালয়