আজ ভারতের সামনে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ | শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৭:০৯ পূর্বাহ্ণ

সাফ অনূর্ধ্ব১৭ নারী চ্যাম্পিয়নশীপে আজ শুক্রবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এর আগে একই ভেন্যুতে দুপুর সোয়া তিনটায় মুখোমুখি হবে ভুটান ও রাশিয়া।

 

এটি হবে টুর্নামেন্টে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ভুটনাকে ৮১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচে আসরের অতিথি দল শক্তিশালী রাশিয়ার কাছে ৩০ গোলে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। এখন টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে অবশ্যই জয়ের ধারায় ফিরতে হবে স্বাগতিকদের। রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে দুই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। তালিকার শীর্ষে থাকা ভারতেরও সংগ্রহ তিন পয়েন্ট। তবে তারা বাংলাদেশের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।

সাধারণত সাফের টুর্নামেন্টে বাংলাদেশ নারী দলের সম্ভাবনা থাকলেও এবার ভারতের বিপক্ষে লড়াই করা খুব একটা সহজ হবেনা তাদের জন্য। অবশ্য নিজেদের মাটিতে স্বাগতিক দর্শকদের সমর্থন বাড়তি অনুপ্রেরনা যোগাবে স্বাগতিকদের। টুর্নামেন্টে ভারতীয়দের ফেভারিট বলা হলেও সেরাটা দিয়ে সেখান

থেকেই ভালো কিছু অর্জন করতে চায় বাংলাদেশ। এদিকে ফিফা র‌্যাংকিংয়ের ৬১তম অবস্থানে থাকা ভারতীয় নারী দলও ফেভারিট হিসেবে টুর্নামেন্টে শুভ সুচনা করেছে। গত সোমবার নিজেদের প্রথম ম্যাচে ভারত ৪১ গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন নেপালকে। এখন বাংলাদেশের বিপক্ষেও জয়ের ওই ধারা অব্যাহত রাখতে চায় ভারত।

পূর্ববর্তী নিবন্ধউদ্বোধনী খেলায় জুনিয়র ট্রেনিং একাডেমি ও বাদশা মিয়া স্মৃতি সংসদের জয়
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.১৫ কোটি টাকা