আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেরা আসর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে গেছে গতকাল। তবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে আজ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও বাংলাদেশ খেলতে নামবে দুবাইতে। কারণ ভারতীয় ক্রিকেট দল খেলতে যাবে না পাকিস্তানে। তাদের খেলাগুলো হবে দুবাইয়ে। আর সে দুবাইয়ে গত আসরের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে শান্তর দল নিজেদের প্রথম ম্যাচে। গ্রুপ পর্বে আরো দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশ এমন এক পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে যখন এই ফরম্যাটে খুব বাজে সময় কাটাচ্ছে টাইগাররা। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স একেবারেই হতাশাজনক। সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জয়। তারপরও ভাল কিছুর আশা নিয়ে আজ মাঠে নামছে শান্ত বাহিনী। যদিও মূল টুর্নামেন্টের আগে পাকিস্তান শাহীনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ দল। তারপরও সে সব নিয়ে ভাবতে চান না টাইগার অধিনায়ক। তিনি দৃষ্টি দিচ্ছেন কেবল সামনের দিকে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সাফল্য বলতে ২০১৭ সালে সর্বশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত আসরের সেমিফাইনাল খেলা। যা এখনও আইসিসির যেকোনো ইভেন্টে টাইগারদের সেরা ফলাফল হিসেবে বিবেচিত। তবে এবারের আসরে গ্রুপ পর্বেই বেশ শক্ত প্রতিপক্ষের সামনে পড়তে হচ্ছে বাংলাদেশকে। আজকের ম্যাচে ভারতের মোকাবেলা করার পর আরো দুই শক্তিশালী দল নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সামনে পড়তে হবে তাদের। তাই এখান থেকে বেরিয়ে সেমিফাইনাল খেলাটা বেশ কঠিন বাংলাদেশের জন্য। যদিও টাইগার অধিনায়ক এবং কোচ দুই জনই বলছেন তাদের লক্ষ্য শিরোপা পর্যন্ত। বলা যায়, তরুণদের নিয়ে গড়া দল বাংলাদেশ। যেখানে মাত্র দুজন রয়েছেন যারা সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন। বাকিরা সবাই প্রথমবার খেলতে গেছেন। শক্তির বিচারে ভারত এগিয়েই থাকবে। কারণ তারা বরাবরের মত বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে খেলতে এসেছে আসরে। তারপরও ক্রিকেটে যেকোনো কিছুই ঘটতে পারে।

শান্তর নেতৃত্বে বাংলাদেশের ব্যাটিং লাইনে রয়েছে সৌম্য সরকার, জাকের আলি, তাওহিদ হৃদয়, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমনরা। মিডল অর্ডারে মুশফিক, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহরা বেশ পরীক্ষিত। তবে বাংলাদেশের ভরসার নাম পেস আক্রমণ। তাসকিনের নেতৃত্বে মোস্তাফিজ, নাহিদ রানা, তানজিম সাকিবরা বেশ ভাল ফর্মে রয়েছে। স্পিনে রিশাদনাসুমরা প্রস্তুত আস্থার প্রতিদান দিতে। তবে পরাক্রমশালী ভারতের বিপক্ষে কতটা পেরে উঠবে টাইগাররা সেটা বড় প্রশ্ন। যদিও ভারতীয় দলে নেই তাদের প্রধান অস্ত্র পেসার জাসপ্রিত বুমরাহ। তারপরও ভারতের সব বিভাগ যোজন যোজন এগিয়ে বাংলাদেশের চাইতে। কিন্তু নিজেদের দিনে বাংলাদেশ যেকোনো দলকে হারাতে পারে তার প্রমাণ তো রয়েছেই।

পূর্ববর্তী নিবন্ধকুয়েটে শিক্ষা কার্যক্রম স্থগিত, সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধমিয়ানমার থেকে এলো ২৩ হাজার টন আতপ চাল