আজ বোয়ালখালীতে কালাচাঁদ ঠাকুরের বার্ষিক মহোৎসব শুরু

| বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

বোয়ালখালীর পোপাদিয়াস্থ কালাচাঁদ ঠাকুরের ৩দিনব্যাপী বার্ষিক মহোৎসব আজ থেকে উপজেলার ঠাকুরবাড়ি অঙ্গণে শুরু হতে যাচ্ছে। আগামী ১১ মার্চ দিবাগত ভোর রাতে মহোৎসবের সমাপ্তি ঘটবে। এ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূরি মধ্যে রয়েছেশ্রীমদ্ভগবতগীতা পাঠ, চন্ডী পাঠ, ঠাকুরের পুজা, ভোগারতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহানামযজ্ঞ। অনুষ্ঠানের প্রথম দিন আজ বিকেল ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে। প্রতিদিন নামসুধা বিতরণে থাকবেনশ্রীগুরু সংঘ, আদি গীতাঞ্জলি সম্প্রদায়, (মাদারীপুর), রাধেশ্যাম সমপ্রদায়, রামসুন্দর সম্প্রদায়, গোলক বিহারী সম্প্রদায়।

পূর্ববর্তী নিবন্ধআজাদী সম্পাদকের সাথে খলিফাপট্টি বণিক কল্যাণ সমিতির সৌজন্য সাক্ষাত
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে বেড়েছে চোরের উৎপাত