আজ বোয়ালখালীতে হযরত আবদুল মজিদ শাহের ওরশ

আজাদী অনলাইন | রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১:১৯ অপরাহ্ণ

আজ ১৩ মার্চ (রোববার) বোয়ালখালীতে শাহসুফি হযরত মাওলানা কাজী আবদুল মজিদ শাহ আলকাদেরী প্রকাশ বড় মৌলানা সাহেবের বার্ষিক ওরশ মাহফিল পশ্চিম কধুরখীলের কাজী বাড়ির দরগাহ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এতে ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে খতমে কুরআন, খতমে গাউছিয়া, মিলাদ মাহফিল জিকিরসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

এতে সকলকে উপস্থিত হওয়ার জন্য ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আব্দুল মান্নান মনা ও আলহাজ্ব হারুন অর রশিদ অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধআজ আসছে না হাদিসুরের মরদেহ
পরবর্তী নিবন্ধহরতালে বিএনপির সমর্থন প্রত্যাখ্যান সিপিবির