রাঙ্গুনিয়ার দরবারে বেতাগী আস্তানার হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান মহাজেরে মক্কী (রহ.) বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বার্ষিক সভা এবং বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৯ তম বার্ষিক সম্মেলন আজ বিকাল ৩ টায় দরবারে বেতাগী আস্তানায় অনুষ্ঠিত হবে। ইছালে ছাওয়াব মাহফিলের কার্যক্রমের মধ্যে রয়েছে –পবিত্র খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, খতমে তাহলীল, খতমে ইউনুছ, মাদরাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, জিকির, মিলাদ মাহফিল, জীবনী আলোচনা ও বাদে এশা আখেরী মোনাজাত। মাহফিলে শরিক হওয়ার জন্য বেতাগী আস্তানার সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।











