আজ (৮ মে) বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট এর জন্মদিন পালন করা হবে।
এবারের প্রতিপাদ্য বিষয়- ‘মানবিক হও’। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে শান্তি র্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও নবজাতকদের উপহার বিতরণ। আজ সকাল ১০টায় আন্দরকিল্লা জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের মাঠে দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চসিক মেয়র ও সিটি রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এম রেজাউল করিম চৌধুরী।
রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল আলীম। প্রেস বিজ্ঞপ্তি।