আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস

| মঙ্গলবার , ১৫ মার্চ, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’- প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার পালিত হবে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ এবং কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- মহানগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী ট্রাক-শো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ। এছাড়া সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে ভোক্তা-সাধারণ, ব্যবসায়ী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন। কর্মসূচিতে ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী-ভোক্তা নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পরবর্তী নিবন্ধমহেশখালীতে ডায়মন্ড সিমেন্টের ব্যবসায়ীদের মতবিনিময়