রোববার রাতে শেষ ম্যাচে ২৭৪ রানের পুঁজি নিয়েও দারুণ লড়াই করে ৪ রানের জয় নিয়ে তিন ম্যাচের সিরিজ ২–০ তে নিজেদের করে নিয়েছেন মোস্তাফিজ–হাসান মাহমুদরা। সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে সফল এক ওয়ানডে সিরিজ শেষ করলো তামিমের দল। এ সফল মিশন শেষে আর দেরি নয়। আজ মঙ্গলবার বিকেলেই দেশে ফিরে আসবে জাতীয় দলের বহর। বিসিবি জানিয়েছে আজ মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন লিটন, শান্ত, মুশফিক, মিরাজ, মোস্তাফিজ ও হাসান মাহমুদরা। তবে দলের সাথে দেশে ফিরছেননা অধিনায়ক তামিম ইকবাল এবং স্পিনার তাইজুল ইসলাম্ তারা আরো কয়দিন থাকবেন ইংল্যান্ডে। এরপর যে যার যার মত ফিরবেন দেশে। এদিকে সাকিবের ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। তিনি দেশে ফিরবেন নাকি আমেরিকা যাবেন। তবে দলীয় সুত্রে জানা গেছে ইংল্যান্ড থেকে দুবাই পর্যন্ত দলের অন্যদের সাথে আসবেন সাকিব। এরপর তার গন্তব্য কোথায় সেটা আজ জানা যাবে। সম্ভবত আগামী ২৮ মে আবার শেরে বাংলা স্টেডিয়ামে সবাইকে অনুশীলনে ডাকা হবে। সেটা হবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য। আগামী ১০ জুন একটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে আফগানরা। সেই এক টেস্ট খেলেই রশিদ, নবি, মুজিবরা চলে যাবেন ভারতে। সেখানে ভারতীয়দের বিপক্ষে সিরিজে অংশ নিবে। কোরবানির ঈদের পর আবার বাংলাদেশে আসবে আফগানিস্তান। ওই সময় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। কাজেই চলতি মাসের শেষ সপ্তাহের আগে ক্রিকেটার ও কোচিং স্টাফদের সপ্তাহ দুয়েকের ছুটি।







