কাট্টলীর রাণী রাসমণি ঘাট : নগরীর পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদ্যাপন পরিষদের উদ্যোগে দক্ষিণ কাট্টলীর রাণী রাসমণি ঘাটে আজ বুধবার মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নান উপলক্ষে দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে-গঙ্গাপূজা, বৈষ্ণব সেবা, ধর্মসম্মেলন, ঋষি সমাবেশ, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও মহাপ্রসাদ আস্বাদন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী উত্তম কুমার শর্মা, চসিক প্যানেল মেয়র আবদুর সবুর লিটন প্রমুখ। এছাড়াও ঋষি সমাবেশে বিভিন্ন স্থান থেকে আগত সাধু-সন্ন্যাসীগণ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, সড়ক সংস্কার কাজের ফলে পূণ্যার্থীদের যাতায়াত সুবিধার্থে শুধুমাত্র সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম হয়ে বারুণী স্নান ঘাটে আসার অনুরোধ জানানো হয়।
দক্ষিণ রাউজান গঙ্গা মন্দির : রাউজান প্রতিনিধি জানান, দক্ষিণ রাউজান গঙ্গা মন্দিরে বারুণী স্নানের বিশাল প্রস্তুতি নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার বিকালে এক অনুষ্ঠানের মাধ্যমে বারুণী স্নান ঘাটের উদ্বোধন করেছেন তরুণ রাজনীতিক ফজলে করিম চৌধুরী ফাউণ্ডেশনের চেয়ারম্যান ফরাজ করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাউজান অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষের উপজেলা। গঙ্গা মন্দির হচ্ছে অসপ্রদায়িক জনগোষ্ঠির প্রতীক।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকাশ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন, সাহাবুদ্দিন আরিফ, মোহাম্মদ রোকন উদ্দিন, বাবুল মিয়া, আবু জাফর মোহাম্মদ রাশেদ, সাইদুল ইসলাম প্রমুখ। এই মন্দিরে আজ থেকে বারুণী স্নান উপলক্ষ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠান চলবে। এখানে প্রধান অতিথি থাকবেন রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
হাটহাজারীর মন্দাকিনী : হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে আজ বুধবার ঐতিহ্যবাহী মন্দাকিনী মেলা অনুষ্ঠিত হবে। মন্দাকিনী খালের পাড়ে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে বহুকাল ধরে। স্নান উপলক্ষে এখানে সমবেত জনগণের প্রয়োজনে মেলা বসে। বরুণী স্নান উপলক্ষে মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ আজ সারা দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্নান ও তর্পন, শিবপূজা, চন্ডপাঠ, বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও মহাপ্রসাদ আস্বাদন।