বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারেও পবিত্র মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানগরীর ধনিয়ালাপাড়াস্থ কেন্দ্রীয় মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্সে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানমালা শুরু হবে আজ বৃহস্পতিবার থেকে। উদ্বোধন করবেন রাহবারে বায়তুশ শরফ ও আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মাজিআ)। কর্মসূচির মধ্যে রয়েছে–আজ বিকাল তিনটা থেকে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার ৪২তম বার্ষিক সভা, আগামীকাল শুক্রবার বাদ মাগরিব তামাদ্দুনিক (সাংস্কৃতিক) প্রতিযোগিতা ও শিশু–কিশোরদের পরিবেশনায় পাখপাখালির আসর, ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব শানে মোস্তফা (সা.) মাহফিল, ১৫ সেপ্টেম্বর বাদ মাগরিব গুণীজন সংবর্ধনা এবং ১৬ সেপ্টেম্বর বাদ মাগরিব আজিমুশশান ওয়াজ ও মিলাদ মাহফিল। পাঁচ দিনব্যাপী কর্মসূচি সফল করার লক্ষ্যে পবিত্র মিলাদুন্নবী (সা.) মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ বায়তুশ শরফের ভক্ত–মুরিদানসহ সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।