বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মরহুম বাদশাহ্ মিয়া চৌধুরীর ৫৬তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম বাদশাহ্ মিয়া চৌধুরী চট্টগ্রাম জেলার হাটহাজারী উপ জেলার উত্তর মাদার্শা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম সিটি কলেজ, আইন কলেজ, গার্লস কলেজ (বর্তমানে সরকারী), এমইএস কলেজ, মুসলিম এডুকেশন সোসাইটি হাই স্কুল ও মাদার্শা হাই স্কুলসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে তাঁর অবদান স্মরণীয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংগ্রাম কমিটির আহবায়ক ছিলেন। এ ছাড়া মরহুম বাদশাহ্ মিয়া চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট স্কাউট। তিনি এদেশের সমবায় আন্দোলনের অন্যতম দিকদর্শক হিসাবে বিবেচিত। শিক্ষা প্রসার ও সামাজিক কর্মকান্ডের জন্য তাঁকে চট্টগ্রামের “স্যার সৈয়দ আহমদ’ নামে আখ্যায়িত করা হত। প্রেস বিজ্ঞপ্তি।