মেয়েদের অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের ‘অলিখিত ফাইনালে’ আবারও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভারতের জামশেদপুরে টাটা একাডেমি মাঠে আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। টানা চার হারে নেপাল ছিটকে গেছে আগেই। ৯ পয়েন্ট পাওয়া ভারত ও ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের ম্যাচটি হয়ে উঠেছে শিরোপা নির্ধারণী লড়াই। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশ ২-০ গোলে জিতলে হেড টু হেডের হিসাবে শিরোপা জিতবে বাংলাদেশ। অন্যদিকে জয়ের ব্যবধান ১-০ হলে তিন দলের গোল পার্থক্যের হিসাবে চ্যাম্পিয়ন হবে ভারত। প্রথম লেগের ১-০ গোলের হারের ‘প্রতিশোধ’ নিলেই চলবে না, বাংলাদেশকে কমপক্ষে ২-০ ব্যবধানে জিততে হবে।