আজ বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের অনুষ্ঠান

উচ্চকণ্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

দেশব্যাপী কবিতায় শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আবৃত্তিশিল্পীদের জাতীয় সংগঠন বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ সারাদেশে আয়োজন করেছে ‘উচ্চকন্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান’ শিরোনামের আবৃত্তি অনুষ্ঠান।
আজ বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এ আয়োজনের চট্টগ্রাম বিভাগীয় উৎসব। বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। অনুষ্ঠান উদ্বোধন করবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি থাকবেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দীন, আবৃত্তিশিল্পী সংসদের আহ্বায়ক জয়ন্ত চট্টাপাধ্যায় এবং সদস্য সচিব রূপা চক্রবর্ত্তী। অনুষ্ঠানে ডালিয়া আহমেদ, হাসানুজ্জামান কল্লোল, ড. শাহদাত হোসেন নিপু, দেওয়ান সাঈদুল হাসান, জসীম উদ্দীন বকুলসহ বরেণ্য শিল্পীরা আবৃত্তি পরিবেশন করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহিউদ্দীন চৌধুরী স্মৃতি সংসদের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধঅ্যাডভোকেট আবুল কালাম আজাদ