আজ বলুয়ার দিঘি খানকায় গিয়ারবী শরীফ ও ফাতেহা ইয়াজদাহুম

| রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ১০:১৬ পূর্বাহ্ণ

আজ রবিবার নগরীর বলুয়ার দিঘি খানকাহ এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবীয়ায় মাসিক গিয়ারবী শরীফ ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে ১১ দিনব্যাপী মাহফিলের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাহফিলে আনজুমান এ রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনসহ দেশবরেণ্য ওলামায়েকেরাম উপস্থিত থাকবেন।

মহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন খানকাহ শরীফের মোতায়াল্লিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনজুমানে আশেকানে মদিনার মাহফিল কাল
পরবর্তী নিবন্ধবহদ্দারহাট আইডিয়াল গার্লস মাদরাসার অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশ