আজ রবিবার নগরীর বলুয়ার দিঘি খানকাহ এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবীয়ায় মাসিক গিয়ারবী শরীফ ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে ১১ দিনব্যাপী মাহফিলের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মাহফিলে আনজুমান এ রহমানিয়া আহমাদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনসহ দেশবরেণ্য ওলামায়েকেরাম উপস্থিত থাকবেন।
মহফিলে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন খানকাহ শরীফের মোতায়াল্লিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












