আজ বরেণ্য সংগীতজ্ঞ গফুর হালীর ৮ম মৃত্যুবার্ষিকী

| শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চাটগাঁইয়া গানে নবযুগের স্রষ্টা, বরেণ্য সংগীতজ্ঞ আবদুল গফুর হালীর ৮ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের এদিনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়ার নিজ গ্রামে বাগে ভাণ্ডারী দায়রা শরীফে পারিবারিকভাবে নানা কর্মসূচি পালিত হবে।

প্রসঙ্গত, চট্টগ্রামের আঞ্চলিক, মাইজভান্ডারী ও মরমী গানের কালজয়ী গীতিকার, সুরকার ও শিল্পী আবদুল গফুর হালী মোহছেন আউলিয়ার গানের প্রবর্তক এবং চট্টগ্রামের আঞ্চলিক নাটকের পথিকৃৎ রচয়িতা। তিনি আঞ্চলিক গানের কিংবদন্তী জুটি শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের গাওয়া অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা। সুফী মিজান ফাউন্ডেশনের উদ্যোগে এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক আনোয়ারুল হক চৌধুরীর পৃষ্ঠপোষকতায় আবদুল গফুর হালীর ৩০০ গানের স্বরলিপিসহ তিনটি গীতিকাব্য ‘সুরের বন্ধন, শিকড় ও দিওয়ানে মাইজভাণ্ডারী’ এবং নাটকসংগ্রহ ‘আবদুল গফুর হালীর চাটগাঁইয়া নাটকসমগ্র’ প্রকাশিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেম্পোকে ধাক্কা শাটল ট্রেনের
পরবর্তী নিবন্ধরাউজান পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ে কর্মশালা