আজ ফ্রি সাওল হার্ট সেন্টারে সেমিনার

| শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বিশ্বের এক নম্বর ঘাতক রোগ হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং কাটাছেঁড়া ছাড়া বিনা রিং, বিনা অপারেশনে হৃদরোগের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানানোর উদ্দেশ্যে সাওল হার্ট সেন্টার, বাংলাদেশ বছরব্যাপী প্রতি শনিবার সকাল ১০টায় ফ্রি হার্ট সেমিনারের আয়োজন করে থাকে। আজ শনিবার সকাল ১০টায়, সাওল অডিটোরিয়াম ২৬ ইস্কাটন গার্ডেনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০০তম ফ্রি সাওল হার্ট সেমিনার। এতে উপমহাদেশের কিংবদন্তি হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড়-এমডি সেমিনারে ফেসবুক লাইভে বক্তব্য রাখবেন। জনকল্যাণমুখী এই সেমিনারে অংশগ্রহণের জন্য আগ্রহীদের সাওল হার্ট সেন্টারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএম এ মালেকের একুশে পদক লাভ তাঁর সৎ সাংবাদিকতার স্বীকৃতি
পরবর্তী নিবন্ধচন্দনাইশের যোগাযোগ ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন