আজ ফুলকির ছোটদের বৈশাখী মেলা শুরু

| বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

ফুলকি আজ বর্ষ বিদায় ও কাল বর্ষবরণ ও জামাল নজরুল শিশু-কিশোর বিজ্ঞান উৎসবের উদ্বোধন উপলক্ষে তিন ব্যাপী ছোটদের বৈশাখী মেলার আয়োজন করেছে। আজ সকাল ৯:৩০ টায় উদ্বোধন করা হবে বৈশাখী মেলার। উদ্বোধনী অনুষ্ঠানে ফুলকির বিদ্যায়তন সহজপাঠ, সাংস্কৃতিক স্কুল সোনারতরীর অংশগ্রহণে নাটক, সঙ্গীত, নৃত্য ও ব্রতচারী পরিবেশনা থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে ছোটদের বৈশাখী মেলায় থাকবে নানান নান্দনিক মজাদার উপকরণ নিয়ে ‘কুটুমকাটাম’ বিচিত্র রসের আনন্দময় বইয়ের সম্ভার নিয়ে ‘বইমেলা’ বুদ্ধিদীপ্ত দারুন নতুন সব খেলার আয়োজন নিয়ে ‘খেলামেলা’ এবং জানার অসংখ্য দুয়ার খুলে থাকবে বিজ্ঞান প্রদর্শনী ‘বিজ্ঞানমেলা’। এসব আয়োজন চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। মেলায় সকল শিশু-কিশোর ও বাড়ির বড়রা প্রবেশ করতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজ্বালানি তেল সেক্টর নিয়ে কাউকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না
পরবর্তী নিবন্ধচকরিয়ায় নিহত ৬ ভাইয়ের পরিবারকে ৩৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী