আজ ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী

| শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১২:০৪ অপরাহ্ণ

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০২০ সালের এই দিনে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল করোনা রোগীদের সেবায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল। যা বেসরকারি উদ্যোগে বাংলাদেশের প্রথম ফিল্ড হাসপাতাল হিসেবে স্বীকৃত। করোনা মহামারী যখন বাংলাদেশসহ পুরো বিশ্ব আতংকিত, হতাশাগ্রস্ত তখন চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল এগিয়ে এসেছিল মানুষের সেবায়। করোনা মহামারীর শুরুতে যখন বিভিন্ন বেসরকারি হাসপাতাল চিকিৎসা দিতে অনীহা এবং সরকারি হাসপাতালসমূহ করোনা রোগীদের চাপে বিপর্যস্ত, ঠিক তখনই আশার প্রতীক হয়ে গড়ে উঠে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, আজকের দিনে করোনা মহামারীতে নিহত সকল মানুষের প্রতি শোক ও শ্রদ্ধা জানাই। সময়ের প্রয়োজনে মানুষের জন্য এগিয়ে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার সকল ভলান্টিয়ার, সরকারি, আধাসরকারি, বেসরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সকল শ্রেণির মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এই ধরনের সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠা সম্ভব না। আগামীতে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল মানুষের সেবা নিয়োজিত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ মহিলাসহ আহত ৫
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল