কবি, সংবাদ পাঠক, লেখক, আবৃত্তি শিল্পী ফারজানা করিমের একক আবৃত্তি সন্ধ্যা আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে আগ্রহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, শিল্প ক্ষেত্রের সব মাধ্যমে ফারজানা করিমের বিচরণ। ২০০৩ সাল থেকে তাঁর সংবাদ পড়া শুরু। নিয়মিত লেখালেখির অভ্যাস অনেক আগে থেকেই। আর আবৃত্তি মিশে আছে রক্তের সঙ্গে। ফারজানা করিমের জন্ম চট্টগ্রামে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। গণমাধ্যমের প্রতি অকুণ্ঠ ভালোবাসার কারণে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৯২ সাল থেকে শুরু করেন মঞ্চে অভিনয়। যুক্ত ছিলেন প্রতিনিধি নাট্য সমপ্রদায়ে। ‘পাখি পৃথিবী’ তার প্রথম কাব্যগ্রন্থ’। এ পর্যন্ত তাঁর বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।