বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে প্রথম আন্তঃকলেজ জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ফাইনাল ও পুরস্কার বিতরণ আজ সকাল ১০টায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নটরডেম কলেজ ও ফৌজদারহাট ক্যাডেট কলেজ। চূড়ান্ত প্রতিযোগিতায় সভাপতিত্ব করবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিচারক থাকবেন কথাসাহিত্যিক বাদল সৈয়দ, উপ পুলিশ কমিশনার বিজয় বসাক এবং সাংবাদিক মাহফুজ মিশু। চূড়ান্ত প্রতিযোগিতার বিষয় নির্ধারণ হয়েছে ‘সামাজিক দৃষ্টিভঙ্গিই নারীর এগিয়ে যাওয়ার পথে প্রধান অন্তরায়’। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন। অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, বাংলাদেশ টেলিভিশনের উপ মহাপরিচালক (বার্তা) অনুপ খাস্তগীর। সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহবার হোসেন। স্বাগত বক্তব্য দেবেন, বিটিভি, চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য। অনুষ্ঠান তত্ত্বাবধানে থাকবেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমীন ও সাহরিয়ার মোহাম্মদ হাসান। প্রযোজনায় রয়েছে, বিটিভির নির্বাহী প্রযোজক ইলন সফির। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের গ্রন্থনা ও পরিকল্পনায় পুরো প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী কাজী আরফাত এবং যুগ্ম সমন্বয়কারী মুন্না মজুমদার। প্রতিযোগিতায় সারাদেশের ৪৮টি কলেজ অংশগ্রহণ করে। প্রেস বিজ্ঞপ্তি।