পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্প্রিং ২০২৩ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ শনিবার বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ উপমন্ত্রী ও পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা একেএম এনামুল হক শামীম এমপি। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার।
স্প্রিং ২০২৩ সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সকাল সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।