মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক চেয়ারম্যান স্মৃতি ফ্রি হেলথ্ ক্যাম্প ও করোনাযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান আজ রাউজানের পশ্চিম গুজরার মধ্যম রূপচান্দনগর গ্রামে হযরত ওচমান আলী মাস্টার (রহ.)-এর বাড়ি প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি ও আমরা করবো জয়ের যৌথ আয়োজনে ৫ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।
এতে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। ক্যাম্পে মা ও শিশু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।