নগরীর বায়েজিদস্থ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ কমপ্লেক্স ময়দানে আজ দিনব্যাপী মেরাজুন্নবী (দ.) মাহফিল ও কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর পবিত্র সালানা ওরশ অনুষ্ঠিত হবে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে –বাদে ফজর খতমে শরীফ ও ঈছালে ছাওয়াব, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.) এর ঈছালে ছাওয়াবের উদ্দেশ্যে ফাতেহা শরীফ পাঠ, মিলাদ–কিয়াম, মুনাজাত, খতমে কোরআন, খতমে বুখারী ও খতমে তাহলিল। বাদে জোহর পবিত্র মেরাজুন্নবী (দ.) এর তাৎপর্য ও গাউছুল আজম (রা.) এর জীবনী আলোচনা। বাদে আসর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন প্রদানের মাধ্যমে নূরে কোরআন বিতরণ। বাদে মাগরিব ফাতেহা শরীফ আদায় ও ঈছালে ছাওয়াব। বাদে এশা জিকিরে গাউছুল আজম মোর্শেদী, তাক্বরির মোবারক, মিলাদ–কিয়াম, মোনাজাত। আখিরুল লাইল–নামাজে তাহাজ্জুদ, জিকরে জলী, দরূদ শরীফ ও মুনাজাত। আগামীকাল শুক্রবার বাদে নামাজে ফজর মিলাদ–কিয়াম, আখেরী মুনাজাত, ফজরের খতম শরীফ আদায়, ঈছালে ছাওয়াব ও মোরাকাবা। প্রেস বিজ্ঞপ্তি।