নৌকমান্ডো জাতীয় বীর আবু মুছা চৌধুরীর নাগরিক শোকসভা আজ বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধা নৌকমান্ডো আবু মুছা চৌধুরী নাগরিক শোক সভা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. অনুপম সেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দীন আহমেদ প্রমুখ। সভায় মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নাগরিক শোকসভা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।