অস্ট্রেলিয়ায় শুরু হওয়া টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। সে হারের ক্ষত নিয়ে আজ দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। হার দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয়ের জন্য মরিয়া তারা। অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। গত বৃহস্পতিবার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৭৯ রানে হারের লজ্জা পায় বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২৭ রান করে পাকিস্তান শাহিনস। উদ্বোধনী জুটিতে ৬৭ বলে ১১৮ রানের জুটি গড়েন পাকিস্তান শাহিনসের দুই ওপেনার খাজা নাফি ও ইয়াসির খান। ৮টি চার ও ২টি ছক্কায় নাফি ৩১ বলে ৬১ এবং ৪০ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কায় ইয়াসির ৬২ রান করেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান রাব্বি ১টি করে উইকেট নেন। জবাবে শুরুটা ভাল না হলেও দ্বিতীয় উইকেটে ৩৮ বলে ৮৬ রানের জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন ওপেনার জিশান আলম ও সাইফ হাসান। অষ্টম ওভারের প্রথম বলে দলীয় ৯২ রানে জিশান ফেরার পর ব্যাটিং ধস নামে বাংলাদেশ ইনিংসে। ৪৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৪৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। সাইফ ৫টি চার ও ৩টি ছক্কায় ৩২ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন। ৫টি চার ও ১টি ছক্কায় জিশানের ব্যাট থেকে আসে ১৭ বলে ৩৩ রান। নেপালের বিপক্ষে ম্যাচের পর লিগ পর্বে ৪টি ম্যাচ বাকী থাকবে বাংলাদেশ ‘এ’ দলের। ১৭ আগস্ট বিগ ব্যাশের দল পার্থ স্কোরচার্স, ১৯ আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইক, ২১ আগস্ট মেলবোর্ন স্টার্স এবং ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। তাই প্রতিটি ম্যাচ এখন গুরুত্বপূর্ন বাংলাদেশ এ দলের জন্য। আজ নেপালের বিপক্ষে জয় দিয়ে আবার টুর্নামেন্টে ফিরতে চায় নুরুল হাসান সোহানের দল। টি–টোয়েন্টি ক্রিকেটের জন্য নেপাল বেশ কার্যকরী একটি দল। তাই নেপালকে নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথম ম্যাচে হারের জণ্য মুলত বাংলাদেশ দলের ব্যাটাররাই দায়ি। তাই আজকের ম্যাচে নেপালকে হারিয়ে প্রথম জয় তুলে নিতে চায় বাংলাদেশ দল। টি–টোয়েন্টি সিরিজ শেষে ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে চারদিনের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দল : নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তুফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।