আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.)’র প্রধান খলিফা, আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূর মোহাম্মদ আলকাদেরীর (রহ.) ৪৬তম মৃৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বলুয়ারদিঘীর পাড়স্থ খানকাহ্–এ কাদেরীয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া ও মরহুম নূর মোহাম্মদ আলকাদেরী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে বাদ ফজর থেকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন মরহুমের মাজার প্রাঙ্গণে খতমে কোরআন, খতমে মুজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (দ.), বাদ জুমা নূর মোহাম্মদ আলকাদেরী (রহ.) স্মৃতি সংসদ ও শিশু কিশোর সংগঠনের উদ্যোগে মরহুমের মাজারে পুষ্পমাল্য ও গিলাফ অর্পন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত, বাদ আছর খতমে গাউসিয়া ও মিলাদ মাহফিল।
বাদ মাগরিব হতে মরহুমের স্মৃতির উপর স্মারক আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, সভাপতিত্ব করবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান ও স্মৃতি সংসদ উপদেষ্টা পেয়ার মোহাম্মদ। প্রেস বিজ্ঞপ্তি।