আজ শুক্রবার আওলাদে রাসুল, আল্ল্ল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলীর খেতাবতে এ সফরের শেষ নামাজে জুমা চট্টগ্রাম ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার জুলুছ ময়দানে অনুষ্ঠিত হবে। আওলাদে রাসূল সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ) সহ আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কেবিনেট নেতৃবৃন্দ–সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তা–সদস্যবৃন্দ, উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকানবৃন্দ নামাজে জুমা আদায় করবেন।
উল্লেখ্য, হুজুর কেবলায়ে আলম নামাজে জুমা শেষে সিলসিলাহ–এ–আলিয়া কাদেরিয়া ত্বরিকায় বা’য়াতের কার্যক্রম পরিচালনা করবেন। প্রেস বিজ্ঞপ্তি।