নাটাব, চট্টগ্রাম নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক, পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সন্ধ্যায় ৬ টায় দি কিং অব চিটাগাংয়ে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র এম. রেজাউল করিম চৌধুরী। উদ্বোধক থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় নাটাবের সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু। বিশেষ অতিথি থাকবেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, এ কে খান গ্রুপের পরিচালক এ কে শামসুদ্দিন খান, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, কেন্দ্রীয় নাটাবের সেক্রেটারী জেনারেল খায়ের উদ্দিন আহমেদ মুকুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী। অভিষেকে সমিতির আজীবন সদস্যদের উপসিহত থাকার জন্য নাটাব চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুক অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।












