আজ নগরীর সব স্কুল-কলেজ বন্ধ থাকবে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

অতি বৃষ্টি ও জলবদ্ধতার কারণে আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সরকারিবেসরকারি সব স্কুলকলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধুমাত্র চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সকল প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাসপরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধমানহানিতে কারাদণ্ড বাদ, শাস্তি হবে জরিমানা
পরবর্তী নিবন্ধবঙ্গমাতা : বঙ্গবন্ধুর ছায়াসঙ্গী