নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি) আজ থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী এসএমই ফাইন্যান্সিং ফেয়ার। মেলায় ২৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং ২৫টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে, যার মধ্যে শতভাগই নারী উদ্যোক্তা। এসএমই ফাউন্ডেশন এবং চট্টগ্রাম উইম্যান চেম্বারের যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সহযোগিতার মেলাটি আয়োজন করা হচ্ছে। গতকাল শুক্রবার নগরীর হোটেল আগ্রাবাদে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইম্যান চেম্বারের সিনিয়র সহ–সভাপতি আবিদা মোস্তফা। লিখিত বক্তব্যে মো. নাজিম হাসান সাত্তার বলেন, তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। চট্টগ্রাম উইম্যান চেম্বারে প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক এবিএম জহুরুল হুদা ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। চট্টগ্রাম অঞ্চলে এসএমই খাতে অর্থায়ন ত্বরান্বিতকরণ, প্রচলিত ব্যাংক ঋণের বিভিন্ন পণ্য সম্পর্কে উদ্যোক্তাদের অবহিতকরণ, অর্থায়ন বিষয়ে উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সর্বোপরি এসএমই উদ্যোক্তা–ব্যাংকার ঋণ সংযোগকরণ এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য। এসএমই অর্থায়নের প্রসারে ফাউন্ডেশন ২০০৯ সাল থেকে জাতীয় এবং আঞ্চলিক পর্যায়ে এসএমই ফাইন্যান্সিং ফেয়ার আয়োজন করে আসছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় বিনামূল্যে প্রবেশ করা যাবে।