সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব আজ। এই উৎসবটি ‘দোলযাত্রা’, ‘দোল পূর্ণিমা’ নামেও পরিচিত। দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষে সারাদেশে বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। বিশ্বের অনেক স্থানে উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত হলেও ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, উড়িষ্যা প্রভৃতি স্থানে দোল উৎসব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারত ও নেপালে ‘হোলি’ নামে পরিচিত। এদিকে আজ বিকাল ৫ টায় জে এম সেন হলে শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫৩৯তম শুভ আর্বিভাব তিথি গৌরপূর্ণিমা উৎসব প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ–চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে। দিনব্যাপি কর্মসূচির মধ্যে রয়েছে বিকাল ৫টায় আলোচনা সভা, সন্ধ্যা ৬টায় গৌরপূজা, আবিরদান, পদাবলী কির্ত্তন, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রসাদ বিতরণ।