আজ দৃষ্টির ছায়া জুনিয়র জাতিসংঘ সম্মেলন শুরু

| বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে বসতে যাচ্ছে জাতিসংঘ সম্মেলন। দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে আজ থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে ছায়া জুনিয়র জাতিসংঘ সম্মেলন। এই সম্মেলনে ৪টি কমিটিতে দেশ বিদেশের স্কুল ও কলেজের ১২৩ জন শিক্ষার্থীরা ছায়া কূটনীতিক হিসেবে বিভিন্ন দেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবে। আজ বিকেল ৪টায় থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করবেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। অতিথি থাকবেন সাবেক রাষ্টদূত ও সামরিক বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম, চমেবির উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া ও সংগঠক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক ক্যালেন্ডার বিষয়ক সভা
পরবর্তী নিবন্ধগুলজার আহমেদ বাজুস-এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত