বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বুধবার (১৭ মার্চ) পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের ‘বুর্জ খলিফা’ বঙ্গবন্ধুর ছবিতে সাজবে।
দুবাইয়ের বুর্জ খলিফাতে স্থানীয় সময় রাত ৮টায় আরবি ও ইংরেজি ভাষায় বঙ্গবন্ধুর জন্মশত বর্ষের ঘোষণাসহ শতাব্দীর মহানায়কের ছবি ভেসে উঠবে।
এদিকে আমিরাতের রাজধানী আবুধাবির এডনক টাওয়ারেও স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শতাব্দীর মহানায়কের ছবি ভেসে উঠবে বলে নিশ্চিত করেছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
তিনি বুধবার সন্ধ্য ৭টায় নিজেও এডনক টাওয়ারের সামনে উপস্হিত থাকবেন বলে জানান।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দুবাইয়ের বূ্র্জ খলিফাতে বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শিত হয়েছিল।
বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে কেন্দ্র করে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি গ্রহণ করেছে।
দূতাবাস এবং কনস্যুলেটে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে দিনটি উদযাপন করা হবে।