আজ শুক্রবার আওলাদে রাসুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মাদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী ষোলশহরস্থ দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদ সংলগ্ন জুলুস ময়দানে অনুষ্ঠিতব্য জুমার নামাজে খুতবা পাঠ ও ইমামতি করবেন। নামাজ শেষে দোয়া ও মোনাজাত করবেন আওলাদে রাসুল আল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী। এতে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল আাল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী। হুজুর কেবলা নামাজে জুমা শেষে সিলসিলাহ-এ-আলীয়া কাদেরিয়া ত্বরীকায় বা’য়াত এর কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়াও, হুজুর কেবলার ইমামতিতে নামাজে আছর, মাগরিব ও এশা আলমগীর খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হবে।
কাল শনিবার নামাজে যোহর হাটহাজারী কলেজ ময়দানে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন আল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী এবং আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মাদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী ও শাহ্জাদা আল্ল্ল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন। নামাজে জুমাসহ অনুষ্ঠিতব্য মাহফিলে অংশগ্রহণের জন্য আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন ও সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন উম্মতে মুহাম্মাদী ও সিলসিলার আশেকানবৃন্দদের আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












