নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে কাল। গতকাল ক্রাইস্টচার্চের ঐতিহাসিক ভিক্টোরিয়া স্কয়ারে ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠান হয়ে গেলো । সেখানে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন এবং পাকিস্তান অধিনায়ক বাবর আজম উপস্থিত থাকলেও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান। অধিনায়ক সাকিব আল হাসান যে এখনও নিউজিল্যান্ডে পৌঁছতেই পারেননি। অথচ তার দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল গত সোমবার। কিন্তু ফ্লাইট ও ভিসা জটিলতা মিলিয়ে সাকিবের নিউজিল্যান্ডে পৌঁছতে এত দেরি। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সবকিছু ঠিকঠাক থাকলে সাকিব ক্রাইস্টচার্চে পৌঁছবেন আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। কোনো আনুষ্ঠানিক অনুশীলন সেশন ছাড়াই পরদিন দুপুর ৩টায় ম্যাচ খেলতে নেমে যেতে হবে তাকে। প্রস্তুতি পর্বে একটি দিনও অধিনায়কের না থাকা আদর্শ কিছু নয়। অনুশীলন সেশন ছাড়া ও লম্বা ভ্রমণের ধকল নিয়ে ম্যাচ খেলার ব্যাপার তো আছেই।
ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শেষ করার পর ৩০ সেপ্টেম্বর থেকেই সাকিব চেষ্টা করছিল নিউজিল্যান্ডের ফ্লাইট কনফার্ম করার। কিন্তু পাচ্ছিল না। পরে একটি ফ্লাইট তিনি পেয়েছিলেন । যেটিতে তাহিতি হয়ে তার ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা ছিল ৪ অক্টোবর। সে মোতাবেক এয়ারপোর্টেও গিয়েছিল সাকিব। কিন্তু তাহিতির ভিসা নিয়ে একটু জটিলতায় বোর্ডিং করতে দেওয়া হয়নি তাকে। পরে এয়ারলাইন্স থেকেই তার ভিসা সমস্যার সমাধান করা হয়। একই এয়ারলাইন্সে ওই রুট হয়েই সাকিব যাচ্ছেন নিউজিল্যান্ডে। তিনি এখন পথেই আছেন বলে জানিয়েছেন টিম ম্যানেজম্যান্ট। আপাতত ফ্লাইট সময়মতো থাকলে আজ বৃহস্পতিবার রাতে টিম হোটেলে পৌঁছবেন সাকিব।