আগামী ১৪ মে জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল প্রতিনিধি সমাবেশে কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা আজ বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব এফ রহমান হলে অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা আ.লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি। সভায় দক্ষিণ জেলার সংসদ সদস্যবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।












